শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।
Published : 05 Jun 2024, 12:05 PM
চতুর্থ ধাপে ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে।
বুধবার সকালে উপজেলা সদরে চরফ্যাশন টিবি স্কুল ভোট কেন্দ্রে এমন চিত্র দেখা যায়। কেন্দ্রে মাঠে কোনো মানুষজন নেই। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় পার করছেন।
প্রিজাইডিং কর্মকর্তা সোহাগ সর্দার বলেন, “ভোট শুরু হওয়ার দুই ঘণ্টার মধ্যে ১০০ ভোট কাস্ট হয়েছে। এ কেন্দ্রের ভোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৯২।“
এদিকে উপজেলার মফিজাবাদ ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯১৩। সকাল ১০টা পর্যন্ত ১৭৬ ভোট পড়েছে।
করিমজান মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. মামুন হোসেন বলেন, সকাল ১০ টা পর্যন্ত এখানকার মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪৮২টির বিপরীতে ১৯৪ ভোট পড়েছে।
এই উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ, ভাইস চেয়ারম্যান পদে দুই এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৩১টি এবং ভোটার সংখ্যা তিন লাখ ৯১ হাজার সাতজন।
ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলায় তিন প্লাটুন বিজিবির পাশাপাশি, র্যাব, কোস্ট গার্ড, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে বলে জানান তিনি।