উদ্ধার করা রুপার অলংকারের ওজন ৭০ কেজি ৫০০ গ্রাম।
Published : 23 Feb 2025, 01:43 AM
যশোরের শার্শা উপজেলায় বাস থেকে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় রুপার অলংকারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকদের ‘পাচারকারী’ বলছেন বিজিবি।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মোড়ে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহনের বাসে তল্লাশী করে এসব অলংকার উদ্ধার করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
আটকরা হলেন, শার্শা উপজেলার বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) ও একই এলাকার জাহাঙ্গীর কবির লিটুনের ছেলে মেহেদী হাসান (২৫)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফারজিন ফাহিম বলেন, ভারত থেকে রুপার অলংকারের একটি চালান ঢাকায় পাচার করা হবে- এমন গোপন সংবাদে বিজিবির বিশেষ টহলদল নাভারন সাতক্ষীরা মোড়ে অবস্থান নেয়। এসময় বাসটি তল্লাশি করে সন্দেহভাজন হিসাবে জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো ছোট-বড় ৭১টি প্যাকেটে ভারতীয় বিভিন্ন প্রকারের রুপার অলংকার পাওয়া যায়।
উদ্ধার করা রুপার অলংকারের ওজন ৭০ কেজি ৫০০ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি ৫৭ লাখ ২১ হাজার ৫০০ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা রুপার অলংকারগুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসেছেন বলে স্বীকার করেন।
মেজর ফারজিন আরও জানান, আটক দুই পাচারকারীকে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। অলংকারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।