বেনাপোল বন্দরে এসেছে তিন ট্রাক পেঁয়াজ

ইতোমধ্যে সাতক্ষীরার ভোমরা ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আসার খবর এসেছে।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 June 2023, 03:53 PM
Updated : 5 June 2023, 03:53 PM

যশোরের বেনাপোল স্থলবন্দরে তিন ট্রাকে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।  

সোমবার রাতে পণ্যচালানটি পেট্রাপোল বন্দর থেকে বেনাপোল বন্দরে ঢুকেছে বলে বেনাপোল স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কর্মকর্তা হেমন্ত কুমার সরকার জানিয়েছেন। 

ইতোমধ্যে সাতক্ষীরার ভোমরা ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আসার খবর এসেছে।

ঢাকার আমদানিকারক 'জারিফ ইন্টারন্যাশনাল' এই পেঁয়াজ আমদানি করেছে। এই পেঁয়াজ বেনাপোল বন্দর থেকে ছাড়পত্রের জন্য কাজ করছে 'রয়েল এন্টারপ্রাইজ' নামের একটি সিএন্ডএফ এজেন্ট।

রয়েল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী রফিকুল ইসলাম বলেন, তাদের আমদানিকারকের ৭৫ মেট্রিক টন (৩ ট্রাক) পেঁয়াজ ভারতের পেট্রাপোল বন্দর থেকে বেনাপোলে পৌঁছেছে। এ পেঁয়াজের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের সার্টিফিকেট নেওয়া হয়েছে। ভারত থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় পেঁয়াজ প্রবেশ করে বেনাপোল বন্দরে।

পেয়াজের চালানটি কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ছাড় করে ঢাকায় পাঠানো হবে বলে তিনি জানান। 

তিনি আরও বলেন, আর কোনো আমদানিকারকের পেঁয়াজ ওপারের বন্দরে নেই। তবে দুয়েকদিন গেলে কিছু পেঁয়াজ বেনাপোলে প্রবেশ করবে।

তিনি জানান, অনেকেই কৃষি মন্ত্রণালয়ের খামারবাড়িতে ইমপোর্ট পারমিটের (আইপি) জন্য আবেদন করেছেন। অনুমতি পেলে ব্যাংকে এলসি খুলবেন; তারপর পেঁয়াজ আসবে।

বেনাপোল শুল্কভবনের ডেপুটি কমিশনার তানভির আহমেদ জানান, আজ ভারত থেকে ৭৫ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২০০ মার্কিন ডলার মূল্যে বাংলাদেশে প্রবেশ করেছে।