বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য পানিতে ভিজিয়ে রাখে পুলিশ।
Published : 11 Jan 2024, 05:47 PM
যশোরের বেনাপোলে অবিস্ফোরিত চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দর সংলগ্ন বাইপাস সড়কের কালভার্টের নিচ থেকে সেগুলো উদ্ধার করা হয় বলে বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান।
তিনি বলেন, “স্থানীয়রা কালো স্কচটেপ মোড়ানো চারটি হাতবোমা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সেগুলো উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করার জন্য পানিতে ভিজিয়ে রাখা হয়।”
কে বা কারা বোমাগুলো কালভার্টের নিচে রেখেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।