স্বেচ্ছাচারী আচরণ ও দুর্নীতির অভিযোগে মেয়রের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগে অভিযোগ করেছিলেন ১১ কাউন্সিলর।
Published : 30 Apr 2024, 01:00 AM
দুর্নীতির অভিযোগে জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বলে জানান জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শীতেষ চন্দ্র সরকার।
স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পৌর মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগ করেন ১১ কাউন্সিলর।
তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে ইসলামপুর পৌরসভার মেয়রের পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পৌর মেয়র আব্দুল কাদেরকে বরখাস্ত করে জারি করা প্রজ্ঞাপন পাওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শীতেষ চন্দ্র সরকার।
এ ব্যাপারে আব্দুল কাদেরের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। আব্দুল কাদের ইসলামপুর পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র।