দুর্ঘটনার পরপরই নিহত একজনের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। অপর জনের মরদেহ ঘটনাস্থলের পাশে পড়ে রয়েছে।
Published : 12 May 2024, 11:13 PM
গাজীপুরের শ্রীপুরের কাওরাইদে রেলসেতু হেঁটে পার হওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় নদীতে পড়ে দুই বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার বিকাল পাঁচটার দিকে কাওরাইদ রেল স্টেশনের পাশের সুতিয়া নদী উপর কাওরাইদ-গয়েশপুর রেলসেতুতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাওরাইদ স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম জানান।
নিহত একজনের বয়স ৫০ ঊধ্র্ব হলেও তাৎক্ষণিকভাবে অন্যজনের বয়স ও নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
রফিকুল ইসলাম জানান, শনিবার ঢাকা থেকে নেত্রকোণার মোহনগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসে। ট্রেনটি বিকাল পাঁচটার দিকে কাওরাইদ স্টেশন এলাকা পার হচ্ছিল।
তিনি বলেন, “এ সময় কাওরাইদ-গয়েশপুর রেলসেতু হেঁটে পার হচ্ছিলেন দুই বৃদ্ধ। ট্রেনটি সেতুতে ওঠে ধাক্কা দিলে সেতু থেকে সুতিয়া নদীর নিচে শুকনো জায়গায় পড়ে ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যান।
“দুর্ঘটনার পরপরই নিহত একজনের মরদেহ স্বজনেরা নিয়ে যান। অপর জনের মরদেহ ঘটনাস্থলের পাশে পড়ে রয়েছে।”
ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “পাশাপাশি রেলওয়ে পুলিশকেও খবর দেওয়া হয়েছে।”