আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা রামপালসহ সব অসম চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
Published : 06 Dec 2024, 12:52 AM
ভারতের আগরতলায় বাংলাদেশ মিশনে হামলায় জড়িতদের শাস্তি ও দুই দেশের জনগণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট।
বৃহস্পতিবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলার সমন্বয়ক কমরেড শাহ আজিজ খোকন।
বক্তাদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের মিডিয়ায় ও রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশের আন্দোলনকে মৌলবাদী উত্থান হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। এর মধ্যে ১ ডিসেম্বর ভারতে একটি উগ্রপন্থি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের মিশনে হামলা চালিয়েছে।
সেইসঙ্গে ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিদ্বেষমূলক মন্তব্য করে দুই দেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চক্রান্ত চালাচ্ছেন। দেশ থেকে বিতাড়িত স্বৈরাচার গোষ্ঠীর সঙ্গে ভারতীয় একটি শক্তি সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের এই সংকটময় সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বাম জোটের নেতারা।
আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে করা রামপাল চুক্তিসহ সব অসম চুক্তি বাতিলের দাবি জানান জোটের নেতারা।
সেইসঙ্গে তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্তর্জাতিক জনমত সংগঠিত করা এবং সীমান্তহত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বাসদের বরিশাল জেলার সমন্বয়ক মনীষা চক্রবর্ত্তী, কমিউনিস্ট পার্টির (সিপিবি) বরিশাল জেলার সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলার সদস্য অধ্যাপক জলিলুর রহমান এবং অধ্যাপক বীরেন রায় বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।