শনিবার রংপুরের গংগাচড়া উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান।
Published : 08 Jun 2024, 05:06 PM
রংপুরের গংগাচড়া উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার দুপুরে উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান।
নিহতদের মধ্যে শুধু নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দিবারানী সরকারের (৩৯) পরিচয় জানা গেছে।
আহতদের দুজন হলেন- অহিদুল ইসলাম ও মমিনুল ইসলাম।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, বাসটি নীলফামারীর জলঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। আর অটোরিকশাটি পাগলা পীর হতে কিশোরগঞ্জ যাচ্ছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
ওসি শরিফুল বলেন, তিনজনের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।