“আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করব। তারপর আমরা বাড়ি ফিরে যাব।”
Published : 09 Aug 2024, 01:54 PM
বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির গোপালগঞ্জ জেলার নেতারা।
বৃহস্পতিবার শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলের নেতা-কর্মীদের এ তথ্য জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম।
তিনি বলেন, “শেখ হাসিনা অবিলম্বে বাংলাদেশে ফিরবেন। কোনো শক্তি তাকে দাবিয়ে রাখতে পারবে না। তিনি আমাদের মাঝে থাকবেন, নেতৃত্ব দেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করব। তারপর আমরা বাড়ি ফিরে যাব।”
তিনি আরও বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে আমরা বুধবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে শপথ বাক্য পাঠ করেছিলাম।
“আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠান দেখেছেন। তিনি আপনাদের উদ্দেশ্যে বলেছেন, তিনি দেশত্যাগ করতে চাননি। তাকে বাধ্য করা হয়েছে। নেত্রী বলেছেন, তিনি অচিরেই বাংলার মাটিতে ফিরবেন।”
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাহাবুব আলী খান।
এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, আইন বিষয়ক সম্পাদক জুলকদর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মিটু, সাংগঠনিক সম্পাদক কাজী মনোয়ার হোসেন মন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আমির হামজা।