প্রিজাইডিং কর্মকর্তা বলেন, ভোটের ফলাফলের জন্য সময় মত অভিযোগ দিতে পারিনি। তবে দ্রুত সময়ে মধ্যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।
Published : 30 May 2024, 12:40 AM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে জাল ভোটে বাধা দেওয়ায় প্রিজাইডিং অফিসারের ওপর হামলা, কেন্দ্রে সরকারি বরাদ্দের অর্থ লুটের অভিযোগ উঠেছে।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৭১ নম্বর রশিদবপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র এ ঘটনা ঘটে।
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা হাসিব উদ্দিন মৃধা জানান, ভোট গ্রহণের শেষ মুহূর্তে স্থানীয় ইউপি চেয়ারম্যান মুনসুর আলী তার দল-বল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করেন।
তিনি কাউসার ভূঁইয়ার দোয়াত-কলম প্রতীকের জন্য ভোট কাটার আহ্বান জানান।
হাসিব উদ্দিন মৃধা বলেন, “আমি অপরাগতা প্রকাশ করলে আমার ওপর হামলা চালিয়ে আমাকে লাঞ্ছিত করা হয়। পরে তারা আমার কক্ষে গিয়ে ভোট কেন্দ্র পরিচালনার জন্য রক্ষিত ৭৩ হাজার টাকা লুটে নিয়ে যায়।”
তিনি বলেন, “ভোটের ফলাফলের জন্য সময় মত অভিযোগ দিতে পারিনি। তবে দ্রুত সময়ে মধ্যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে মোবাইলে জানিয়েছি।”
অভিযোগ প্রসঙ্গে ঘাড়ুয়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, “বিষয়টি আমি জেনেছি।”
এ বিষয়ে ফোনে কথা হয় থানার এসআই গোলাম মুনতাসির মারুফের সঙ্গে।
তিনি বলেন, “এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”