কুষ্টিয়ার খোকসায় গভীর রাতে ঘরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
Published : 06 Apr 2025, 05:10 PM
কুষ্টিয়ার খোকসায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আসামির ছেলেকে আটক করা হয়েছে শিশুটির ঘর পুড়িয়ে দেওয়ার সন্দেহে।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, “শনিবার রাত সাড়ে ৯টার দিকে বসতঘর পোড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে আটক ২৫ বছর বয়সি তারেক কাজীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
শুক্রবার গভীর রাতে আগুনে পুড়ে যায় শিশুটির তার পরিবারের একমাত্র মাথা গোঁজার আশ্রয়টি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যার পর শিশুটিকে তার নানাবাড়ি থেকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অন্যত্র নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে দাদা সম্পর্কিত আফজাল কাজী (৫৫) নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে।
ঘটনাটি পরদিন জানাজানি হলে গ্রেপ্তারের দাবিতে আফজালের বাড়ি ঘেরাও করে ক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকাবাসীর দাবির মুখে আফজাল কাজীকে (৫৫) আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় খোকসা থানা পুলিশ।
এর পরদিন শিশুটির মা ধর্ষণ মামলা করলে পুলিশ ওই মামলায় আফজালকে গ্রেপ্তার দেখায়।
স্থানীয়রা বলেন, শিশুটির বাবা সাত-আট মাস আগে ধার-দেনা করে সৌদি আরব প্রবাসী হয়েছেন। আট বছর বয়সি শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর পরিবারের মধ্যে আতংক বিরাজ করছিল। সে কারণে নির্জন ঘরে না থেকে মা শিশুটিকে নিয়ে এক নিকট আত্মীয়ের বাড়িতে ছিলেন।
শুক্রবার রাতে অগ্নিকাণ্ড ঘটার সময় ওই ঘরে কেউ ছিল না। ঘটনাস্থলে গিয়েও শিশুটির পরিবারের কাউকে পাওয়া যায়নি।
তবে দেখা যায়, গাছপালা বেষ্টিত একটি জায়গায় মেয়েটির পরিবারের একমাত্র ঘরসহ পাশের রান্নাঘরটিও আগুনে পুড়ে গেছে।
পুড়েছে বিছানাপত্র। বাঁশ ও সিমেন্টের খুঁটি শুধু দাঁড়িয়ে আছে।
শিশুটির চাচা পরিচয় দেওয়া পাশের বাড়ির এক ব্যক্তি বলেন, “২-৩ দিন ধরে শিশুটিকে নিয়ে ছোটাছুটি করে শুক্রবার সন্ধ্যার মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ি। গভীর রাতে লোকজনের চিৎকারে ঘুম ভেঙে দেখতে পাই ভাইয়ের ঘরে আগুন।”
স্থানীয় ইউপি সদস্য আজিবর রহমানের অভিযোগ, “কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তাছাড়া ঘটনার সময় ওই ঘরে কেউ ছিল না। কোনো রান্নার কাজও হয়নি সেদিন। তাহলে গভীর রাতে আগুন লাগবে কী করে?”
শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবিও করেন এই ইউপি সদস্য।
খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, “শিশু ধর্ষণের সংবাদ পাওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই আফজাল কাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ইতোমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরই মধ্যে হঠাৎ করে ঘরে আগুন লাগার বিষয়টি সন্দেহজনক। জড়িত সন্দেহে গ্রেপ্তার আফজাল কাজীর ছেলে তারেক কাজীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।”
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, “খোকসা থেকে আসা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসাসহ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে।”