“খেলাফতে ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের ওরস মাহফিল ও মেলা উদযাপন বন্ধ করে দেওয়া হয়েছে।”
Published : 20 Jan 2025, 12:24 AM
শরীয়তপুর সদর উপজেলায় আব্দুল আলী সুরেশ্বরীর খানকায় ওরশ মাহফিল উদযাপন করার দাবি জানিয়েছেন ভক্ত-আশেকানরা।
রোববার সকাল ১১টায় উপজেলার প্রেমতলায় খানকায় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল আলী সুরশ্বেরী বলেন, “নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবারের অনুমতি নিয়ে ৩৪ বছর ধরে আশেকান ও জাকেরানদের নিয়ে আমি ওরশ মাহফিল ও মেলা উদযাপন করে আসছি। কিন্তু এ বছর বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা আমাদের বিরুদ্ধে ইসলামবিরোধী অসামাজিক কার্যকলাপের মিথ্যা অভিযোগ এনে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন।
“১৭ জানুয়ারি থেকে সাত দিনব্যাপী ওরশ শরিফ ও মেলা হওয়ার কথা ছিল। খেলাফতে ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের ওরস মাহফিল ও মেলা উদযাপন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যেন এ ওরশ মাহফিল করতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান রাখছি।”
এ সময় আরো উপস্থিত ছিলেন- সোলায়মান তালুকদার, ইয়াসিন কোতোয়াল, সেলিম মেম্বার, রিয়াদ মুন্সি, আসলাম সরদার, আলী আহাম্মদ জমাদ্দার, সুখচাঁন শেখ, আলী হোসেন সৈয়াল, ফারুক হাসান, জান শরীফ ঢালী।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি তোফায়েল আহম্মেদ কাসেমী বলেন, “অবৈধভাবে ওরশ মাহফিল করলে আমরা সেখানে তাফসির মহফিল শুরু করব।”
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “এখনো কোনো সমাধান হয়নি। শিগগির সমাধান হবে।”