উদ্ধার পণ্যের মধ্যে ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল ও সুপারি রয়েছে।
Published : 26 Nov 2024, 01:50 PM
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করার খবর জানিয়েছে বিজিবি।
মঙ্গলবার ও আগের দিন অভিযান চালিয়ে চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয় বলে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান।
তিনি বলেন, “সুনামগঞ্জ জেলার বাংলাবাজার ও সোনালীচেলা এবং সিলেটের তামাবিল, সংগ্রাম, শ্রীপুর, সোনারহাট, প্রতাপপুর, মিনাটিলা, কালাসাদেক ও পাথর কোয়ারি বিওপির টহল দল সীমান্তবর্তী বিভিন্ন স্থানে অভিযান চালায়।
“এ সময় বিপুল পরিমাণ ভারতীয় চিনি, সানগ্লাস, শীতের কম্বল ও সুপারি জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় জব্দ করা হয় বিপুল পরিমাণ রসুন। পাশাপাশি চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, ইজিবাইক ও কয়েকটি নৌকাও জব্দ করে বিজিবি।”
জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ ১৩ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে লেফট্যানেন্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবির এ কর্মকর্তা বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিদিনই চোরাই পণ্য জব্দ হচ্ছে।
“চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত সুরক্ষায় এরকম অভিযান অব্যাহত থাকবে।"