২০২১ সালে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় শহরের সরকারি গুরুদয়াল কলেজের একটি ভবনে কার্যক্রম শুরু করে।
Published : 19 Jan 2025, 06:00 PM
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুত ভূমি অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার দুপুরে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
শিক্ষার্থীরা বলেন, তাদের নিরাপত্তার স্বার্থে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
এ সময় বক্তব্য দেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মাশরাফি বিন মোর্তজা ও তানভীর আহমেদ।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন।
২০২১ সালে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় সরকারি গুরুদয়াল কলেজের একটি ভবনে কার্যক্রম শুরু করে। ২০২৩ সাল থেকে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হয়।