মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
Published : 10 Sep 2024, 01:08 AM
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপির এক নেতা মামলা করেছেন।
রোববার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. আজাদ হোসেন খান বাদী হয়ে মামলাটি করেন বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান।
তিনি বলেন, মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান (আপেল), কাজী এনায়েত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী (সুমন), জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান (তুষার), সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক (রাজা), পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, যুবলীগের কর্মী ইরাদ কোরাইশী (ইমন), জুয়েল ভুঁইয়া ও মো. সানি এবং পৌর ছাত্রলীগের সভাপতি অভিজিৎ সরকার।
মামলার এজাহারে বলা হয়, ১৮ জুলাই আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের হত্যা করার জন্য মানিকগঞ্জ খাল-পাড় মোড়ে জড়ো হন। বাদী সেখানে যাওয়ার পথে আসামিদের হামলা ও মারধরের শিকার হন। এ সময় আগ্নেয়াস্ত্রের গুলিতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউর রহমান খান (সজিব) গুরুতর আহত হন।
পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, “মামলাটি তদন্ত কার্যক্রম শুরু হলেও কেউ এখনো গ্রেপ্তার হয়নি। আসামিদের অতি দ্রুত গ্রেপ্তারে পদক্ষেপ নেওয়া হবে।”