বরখাস্ত জাকারিয়া আলম শিপলু ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহানগরীর তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Published : 16 May 2023, 06:32 PM
একটি প্রতারণার মামলায় রংপুর সিটি করপোরেশনের এক ওয়ার্ড কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশের কথা জানানো হয়।
বরখাস্ত হওয়া জাকারিয়া আলম শিপলু ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মহানগরীর তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় সরকার বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাকারিয়া আলমের বিরুদ্ধে রংপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে করা এক মামলায় এক বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড হয়, যা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী তাকে কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ ধারা ১২ এর উপ-ধারা (১)-এ বলা হয়েছে:
“১২৷ (১) যেক্ষেত্রে কোন সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউন্সিলরের অপসারণের জন্য ধারা ১৩ এর অধীন কার্যক্রম আরম্ভ করা হইয়াছে অথবা তাহার বিরুদ্ধে ফৌজদারী মামলায় অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হইয়াছে, সেইক্ষেত্রে সরকার, লিখিত আদেশের মাধ্যমে, ক্ষেত্রমত, মেয়র বা কোন কাউন্সিলরকে সাময়িকভাবে বরখাস্ত করিতে পারিবে।”