“তিনি কয়েকবার শ্বাস নেন। এ সময় আমরা তাকে সামান্য পানি পান করাই। পরে তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দেন।”
Published : 16 May 2024, 10:03 PM
সিলেট নগরীতে মাথা ঘুরে সড়কে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজার এলাকার সিলেট সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।
মৃত মো. শফিকুল ইসলাম (৩৫) মৌলভীবাজারের জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। তিনি নগরীতে একটি ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন।
সিলেট সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী সাগর দেবনাথ সাংবাদিকদের বলেন, “ওই যুবক ফুটপাতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আমরা কয়েকজন তাকে ধরে সিটি সেন্টারের সামনের খালি জায়গায় নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর তিনি কয়েকবার শ্বাস নেন। এ সময় আমরা তাকে সামান্য পানি পান করাই। পরে তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দেন।
“আমাদের ধারণা, তিনি এখানেই মৃত্যুবরণ করেছেন। পরে ওই যুবকের সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে এক স্বজনের নম্বর বের করে কল দিয়ে বিষয়টি জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই তার এক স্বজন এখানে এসে তাকে নিয়ে যান। তবে হাসপাতাল নাকি বাড়িতে নিয়ে গেছেন সেটি আমরা জানি না।”
শফিকুল ইসলামের বড় ভাই মো. জহিরুল ইসলাম জানান, ভাইকে সিটি সেন্টার থেকে উদ্ধার করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “ওই যুবককে আমাদের এখানে মৃত অবস্থায়ই নিয়ে এসেছেন পরিবারের লোকেরা। আমরা পরীক্ষা করে মৃত পেয়েছি। তবে মৃত্যুর কারণ আমরা বলতে পারবো না। পরিবারের সদস্যরা আমাদের শুধু বলেছেন, মাথা ঘুরে পড়ে গেছেন। এর উপর ধারণা করে পরীক্ষা না করে আসলে আমরা কিছু বলতে পারি না।”
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান, পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, বিকাল ৩টায় সিলেটে রেকর্ডকৃত তাপমাত্রা ছিলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস; যা এই বছরের মধ্যে সর্বোচ্চ।