ওসি জানান, পরিবার ময়নাতদন্ত করতে চায়নি তবু মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Published : 07 Jul 2024, 09:49 PM
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দুইদিন ধরে নিখোঁজ এক বৃদ্ধের লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার বিকালে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বাবুগঞ্জ থানার ওসি মো. মাকসুদুর রহমান জানিয়েছেন।
৬৫ বছর বয়সী নূর ইসলাম খান ওই গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে।
পরিবারের বরাতে ওসি মাকসুদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রীর মৃত্যুর পর নূর ইসলাম খান কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হন।
এরপর থেকে পরিবার তার কোনো সন্ধান পায়নি। পরে শনিবার দিনভর এলাকায় মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এরমধ্যে রোববার দুপুরের পর জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি পাটক্ষেতে স্থানীয়রা তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
নূর ইসলামের ছেলে জুয়েল খান সাংবাদিকদের জানান, শুক্রবার সন্ধ্যায় তার বাবা বাড়ি থেকে বের হয়ে গৌরনদী উপজেলার শরিকল হাটে যান। পরে রহস্যজনকভাবে নিখোঁজ হন।
তবে স্থানীয়দের ধারণা, নূর ইসলাম খান ঋণের দায়ে জর্জরিত ছিলেন। তিনি শরিকল হাট থেকে বিষ কিনে আত্মহত্যা করেছেন।
ওসি আরও জানান, পরিবার ময়নাতদন্ত করতে চায়নি তবু মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।