পুলিশ জানায়, এ নিয়ে গত নয়দিনে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 18 Feb 2025, 09:35 PM
ফেনীতে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে সাবেক পৌর কাউন্সিলসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার ছয় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন জানান।
পুলিশ জানায়, এ নিয়ে গত নয়দিনে ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সাখাওয়াত হোসেন (৫৩), সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের চর কালিদাস গ্রামের আতিকুল ইসলাম ওরফে আরিফ (৩৬), ফুলকাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের আনিসুর রহমান ওরফে আনিস (৪৭) ও দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের ইদ্রিস ভূইয়া ওরফে সুরুজ (৬০)। তারা সবাই আওয়ামী লীগ এবং এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন।
পরিদর্শক (তদন্ত) ইকবাল বলেন, সাবেক পৌর কাউন্সিলর সাখাওয়াতকে মঙ্গলবার দুপুরে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফেনীতে দুটি হত্যা মামলায় আসামি হিসেবে সাখাওয়াতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
“গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছাত্র হত্যার ঘটনায় ১২ জানুয়ারি লালবাগ থানায় তার বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত হয়। শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা মামলার ২১ নম্বর আসামি সাখাওয়াত।”
ইকবাল বলেন, গত বছরের ৫ অগাস্টে পরবর্তী ফেনী মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে সংগঠিত হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাকি তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।