বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে অসহায় ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধ করে যুদ্ধবিরতির জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Published : 28 Oct 2023, 12:24 AM
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্যাতন, হত্যাযজ্ঞ ও হামলা বন্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।
শুক্রবারের সমাবেশ থেকে ইসরায়েলি হামলার তীব্র নিন্দার পাশাপাশি ফিলিস্তিনিদের রক্ষায় মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
ফরিদপুর: জুমার নামাজের পর ফরিদপুর জেলা জাকের পার্টির আয়োজনে শহরের কাঠপট্টিতে মানববন্ধন হয়েছে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এতে বক্তব্য দেন আশরাফ আলী খান, বাইজুদুর রহমান, ওয়াহিদুজ্জামান মান্নান, আলমগীর কবির ও আব্দুস কুদ্দুস।
অপরদিকে জাকের পার্টির শহর শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন হয়।
এদিকে ফিলিস্তিনিদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে শহরে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জয়পুরহাট: জেলা জাকের পার্টির আহ্বানে বিক্ষোভ মিছিলে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জয়পুরহাট জেলা জাকের পার্টির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় পার্টির কেন্দ্রীয় পরিষদের সহসাংগঠনিক সম্পাদক আবু শরিফ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি আবুল হোসেন ও ছাত্র ফ্রন্টের সভাপতি আবু ইউসুফ বক্তব্য দেন।
কুড়িগ্রাম: ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনতার পক্ষে সংহতি সমাবেশ করেছে কুড়িগ্রামের ওলামা কল্যাণ ফাউন্ডেশন ও তৌহিদী জনতা। জুমার নামাজের পর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন মডেল মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এতে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, সম্পাদক মাওলানা খলিলুর রহমান নোমানী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম, জেলা পরিষদের মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী আনছারী ও স্টাফ কোয়ার্টার জামে মসজিদের খতিব মাওলানা আলীনুর রহমান।
অপরদিকে জেলা জাকের পার্টির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নতুন রেলস্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাভার: ফিলিস্তিনিদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের গেণ্ডা এলাকায় মানববন্ধন করেছে জাকের পার্টি।
এ সময় ঢাকা জেলা জাকের পার্টির সভাপতি সামছুদ্দিন মোল্লা বলেন, “অসহায় ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। হাসপাতালেও বোমা হামলা চালানো হচ্ছে। প্রতিদিন হাজারো শিশুদের নির্মমভাবে হত্যা করছে ইসরায়েলি বাহিনী।
“কিন্তু পশ্চিমারা এই হত্যাযজ্ঞের পক্ষে অবস্থান নিয়েছে। অবিলম্বে অসহায় ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধ করে যুদ্ধবিরতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বনেতাদের আহ্বান জানাচ্ছি।”