বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে পদত্যাগের দুটি কারণ উল্লেখ করেছেন তারা।
Published : 03 Oct 2024, 08:03 PM
একযোগে পদত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৭ সমন্বয়ক ও সহসমন্বয়ক। পদত্যাগের দুটি কারণ উল্লেখ করেছেন তারা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমন রুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
এ সময় পদত্যাগের কারণ হিসেবে তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘কতিপয় সমন্বয়কের’ বিতর্কিত কার্যক্রম ও ব্যক্তি প্রভাব খাটিয়ে নিজ স্বার্থ উদ্ধারের চেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি দলের মতো আচরণ ও ‘গণঅভ্যুত্থানের’ স্পিরিটের বিরুদ্ধে কাজ করছে বলে উল্লেখ করেছেন।
পদত্যাগ করা সমন্বয়করা হলেন- আব্দুর রশীদ জিতু, রুদ্র মুহাম্মদ সফিউল্লাহ, হাসিব জামান, জাহিদুল ইসলাম ইমন, জাহিদুল ইসলাম, ফাহমিদা ফাইজা, রোকাইয়া জান্নাত ঝলক, মিশু খাতুন, রাফিদ হাসান রাজন, হাসানুর রহমান সুমন, আব্দুল হাই স্বপন, নাসিম আল তারিক এবং ঐন্দ্রিলা মজুমদার অর্না।
সহসমন্বয়করা হলেন- জিয়া উদ্দিন আয়ান, তানজিম আহমেদ, জাহিদুল ইসলাম বাপ্পি এবং সাইদুল ইসলাম।
সংবাদ সম্মেলনের শুরুতে ছাত্র-জনতার গণআন্দোলন ও জুলাই বিপ্লবে আহত সকল সংগ্রামী ভাই-বোনদের সুস্থতা কামনা এবং শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
পরে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুর রশীদ জিতু বলেন, “১৩ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবির সমন্বয়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সাভার এলাকায় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন তারা। ৫ অগাস্ট আমরা সফলতা অর্জন করি। এই পুরো সময়টিতে সকলে একই লক্ষে কাজ করেছি।
“নয় দফার ওপর ভিত্তি করে কোটা সংস্কার আন্দোলন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ নেয়। আর সাধারণ মানুষ জীবন বাজি রেখে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।
“অথচ নয় দফায় অন্তর্ভুক্ত দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং আহত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের মতো দাবিগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একপ্রকার নিশ্চুপ রয়েছে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বর্তমানে একটি সরকারদলীয় ছাত্র সংগঠনের মতো ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন আব্দুর রশীদ জিতু।
১৩ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ৩৭ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।