রাতে বাবু শেখ রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। তখন মুখোশ পরা দুর্বৃত্তরা হামলা চালায়।
Published : 09 Jun 2024, 01:57 AM
পাবনা সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে মুখোশ পরা দুর্বৃত্তরা।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাঘবপুর ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনার সদর থানার ওসি রওশন আলী।
নিহত জহুরুল ইসলাম বাবু শেখ ওরফে ডাক বাবু (৪৫) উপজেলার গয়েশপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত আজাহার শেখের ছেলে।
গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালু মণ্ডল বলেন, নিহত বাবু শেখ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য।
“তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত পুরোনো কোনো দ্বন্দ্ব থেকে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে।”
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান এ আওয়ামী লীগ নেতা।
ওসি রওশন আলী বলেন, “রাতে বাবু শেখ ওরফে ঢাক বাবু রাঘবপুর ফকিরপাড়া মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে।”
হত্যার কারণ সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, “পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।”
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।”