নারায়ণগঞ্জে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে আরেকটি মামলা

এ মামলায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2022, 01:13 PM
Updated : 6 Dec 2022, 01:13 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিএনপির শতাধিক নেতাকর্মীকে আসামি করে পুলিশ আরেকটি নাশকতার মামলা করেছে।

সোমবার রাতে এসআই আব্দুল কাদের ভূঁইয়া বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি করেন বলে জানান সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম৷

মঙ্গলবার তিনি বলেন, মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে৷ এ মামলায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১৭ নভেম্বর রাতে স্থানীয় শ্রমিক লীগের এক নেতা দলীয় কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ এনে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন৷

সোমবার করা পুলিশের মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৪ ডিসেম্বর রাতে উপজেলার ছোট সাদিপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি ও সহযোগী সংগঠনের লোকজন লোহার রড, হকিস্টিক, লাঠি, দেশীয় অস্ত্র হাতে মশাল মিছিল করে৷ তারা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ও সড়কে টায়ার পুড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে৷ এ সময় তিন-চারটি গাড়িও ভাঙচুর করা হয়।

ঘটনাস্থল থেকে বিস্ফোরিত হাতবোমার অংশ, পোড়া টায়ার, মশালে ব্যবহৃত কয়েকটি পোড়া লাঠি ও ভাঙা কাঁচ জব্দ করেছে বলেও মামলায় উল্লেখ করা হয়৷

মামলায় আসামি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা কমিটির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মো. মোতালেব, সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সালু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ থানা ছাত্রদলের সভাপতি জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সভাপতি ফরহাদ সিকদার, সদস্যসচিব তানভীরসহ ৩৯ জনের নাম রয়েছে।

এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা কমিটির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, “মামলার কারণে আমাদের নেতাকর্মীরা সব বাড়িছাড়া৷ এমন পরিস্থিতিতে মশাল মিছিল করার তো প্রশ্নই আসে না৷

“সরকারি দলের নির্দেশে পুলিশ বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করেছে৷ মূলত ১০ ডিসেম্বরে যাতে নেতাকর্মীরা ঢাকা যেতে না পারে সেজন্য এসব মামলা হচ্ছে৷”

গত ১৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার সাতটি থানায় মোট ১০টি মামলা হয়েছে৷ এর মধ্যে সাতটি মামলার বাদী পুলিশ, দুটির বাদী ছাত্রলীগের দুই কর্মী এবং একটির বাদী শ্রমিক লীগ নেতা৷