“শাহানাজ ও তার ছেলে শোয়াইবকে নিয়ে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন।”
Published : 16 Jul 2024, 09:44 AM
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের ধাক্কায় এক গৃহবধূ ও তার পাঁচ বছর বয়সী ছেলের প্রাণ গেছে।
পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সোমবার বিকালে উপজেলার বাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সময়, কারণ, ঘটনাস্থল ও নিহতদের পরিচয়ের তথ্য রাত সাড়ে ৮টার দিকে পাওয়া যায়।
নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী শাহনাজ বেগম (২৫) ও তার ছেলে শোয়াইব জামান (৫)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “গৃহবধূ শাহানাজ ও তার ছেলে শোয়াইবকে সঙ্গে নিয়ে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
“পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।”
পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হলে রাত ১১টার দিকে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি ফয়সাল বিন আহসান।