Published : 11 Jun 2024, 09:43 PM
ভারত থেকে যশোরের শার্শা উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার উলাশি ইউনিয়নের কন্যাদাহ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ওই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান।
নিহত তানভীর ইসলামের বাবার নাম সাকিরুল হাসান। তিনি ভারতের কলকাতা শহরে পরিবার নিয়ে বসবাস করেন।
পরিবারের বরাতে ইউপি সদস্য মশিয়ার রহমান বলেন, “তানভীর কয়েকদিন আগে তার মা রেশমার সঙ্গে নানাবাড়ি বেড়াতে আসে। বিকালে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল।
“কিছুক্ষণ পর তানভীরকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখা যায়। স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।”
শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে; থামছে না স্বজনদের আহাজারি।