ওসি বলেন, সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Published : 07 Sep 2024, 07:38 PM
সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি মাদরাসার তহবিলের টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশত আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙালি দাখিল মাদরাসার তহবিল নিয়ে গ্রামবাসী সংঘর্ষে জড়ায় বলে দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাবেক ইউপি সদস্য মনু মিয়া বলেন, “মাদরাসার পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মালিকের কাছে তহবিলের টাকার হিসাব দেওয়ার কথা বলেন গ্রামবাসী। এ নিয়ে দুপুর দেড়টায় বৈঠকে বসা হয়।
“বৈঠকে আব্দুল মালিক, জাহির আলী ও বুরহানের পক্ষের লোকজনের সঙ্গে সুফি আলম, তছর মিয়া সমর্থক লোকদের কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।”
সংঘর্ষে জুয়েল মিয়া (৩৬), সুমন মিয়া (৩২), আব্দুল আউয়াল (৪০), রঞ্জু মিয়া (৩৮), আলমগীর (২৫), মুজিবুর রহমান (৬০), ফারদীন মিয়া (২৫), সাবেল মিয়া (২৫), সাহাবুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৪২), রোজিনা বেগম (৪০), রাবেয়া বেগম (৪৫) সহ কয়েকজন গুলিবিদ্ধ হন।
আহতদের মধ্যে ১২ জনকে সিলেটে নেওয়া হয়েছে। বাকিরা দিরাই ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানান সাবেক ইউপি সদস্য মনু মিয়া।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান আহমদ বলেন, “আহতদের শরীরে ছররা গুলি লেগেছে। গুরুতর আহত ১২ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এখানে গুলি বের করার সুযোগ নেই।”
দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, “মাদরাসার তহবিল নিয়ে মারামারির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। এখন পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।”