বুধবার আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলনে এ দাবি জানান দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
Published : 27 Nov 2024, 06:32 PM
আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন
বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া।
তিনি বলেছেন, “১৯৯০ সালে এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিন মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন।”
বুধবার দুপুরে আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রায় ১৫ বছর পর আখাউড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে এসে জড়ো হন।
আখাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন আব্দুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব সিরাজুল ইসলাম, সদস্য কবির আহমেদ ভূইয়া।