“গ্রেপ্তাররা ‘ছিনতাইকারী চক্রের সদস্য’ এবং তাদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।”
Published : 11 Dec 2024, 08:03 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারী জানান, রোববার ভোর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত কাঁচপুর ও মোগড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর আদর্শ গ্রামের মোবারক হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের মো. বিল্লাল হোসেন, কাঁচপুর এলাকার মোবাইল ফোন ব্যবসায়ী আনোয়ার হোসেন, রাকিম মিয়া ও মিন্টু মিয়া।
তাদের মধ্যে মোবারকের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
ওসি বলেন, “গ্রেপ্তাররা ‘ছিনতাইকারী চক্রের সদস্য’ এবং তাদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনগুলোর একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের৷”
গত রোববার রাত ২টার দিকে মাইক্রোবাসে করে বান্দরবানের লামায় যাবার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একদল অস্ত্রধারী ছিনতাইকারীর কবলে পড়েন ছাত্রনেতারা৷
অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা ছাত্রনেতাদের মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে৷ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে৷
ওসি আব্দুল বারী বলেন, “ঘটনার পরপরই পুলিশ ছিনতাইকারীদের চিহ্নিত করার কাজে লেগে যায়৷ সোমবার ভোরে মোবারককে গ্রেপ্তার করা হয়৷ তার দেওয়া তথ্যে বাকিদের গ্রেপ্তার করা হয়৷”
তিনি বলেন, “ছাত্রনেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ তাদের মোবাইল ফোনটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”