ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার দিব্য সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2022, 03:52 AM
Updated : 4 August 2022, 03:52 AM

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।

মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান, নগরীর শাহপরাণ এলাকা থেকে বুধবার রাত ১২টার দিকে দিব্যকে গ্রেপ্তার করেন তারা।

দিব্য (২২) সিলেট নগরের কাজলশাহ ৫২ নম্বর বাসার রমনীকান্ত সরকারের ছেলে এবং মহানগর ছাত্রলীগ কর্মী।

এর আগে মঙ্গলবার রাতে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহিদ হাসান রাব্বি ও স্থানীয় বাসিন্দা এহসান আহম্মদকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার রাতে ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের হামলার শিকার হন শিক্ষার্থী রুদ্র নাথ ও নাইমুর রহমান ইমন। এরপর জড়িতদের গ্রেপ্তারসহ চারদফা দাবিতে আন্দোলন শুরু করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

জরুরি বিভাগ, আইসিইউ ও কার্ডিওলজি বিভাগ ছাড়া হাসপাতালের অন্য বিভাগে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। ফলে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসাসেবা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন নারী চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগ ও কলেজের দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন হাসপাতাল ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ জানান, এ সব মামলায় আসামি করা হয়েছে আটজনকে।

Also Read: শিক্ষার্থীদের ওপর হামলা: ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট

Also Read: ওসমানী মেডিকেলে শিক্ষানবিস চিকিৎসকদের আন্দোলন অব্যাহত, সেবা ব্যাহত