অনুশীলনে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পুকুরিয়া এলাকা এই দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2023, 03:38 AM
Updated : 17 Nov 2023, 03:38 AM

ফায়ারিং অনুশীলনে যাওয়ার পথে অটোরিকশা উল্টে নিহত হয়েছে দুই পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পুকুরিয়া এলাকা এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম।

নিহতারা হলেন নায়েক নাজমুল হোসেন ও কনস্টেবল নাসির উদ্দিন।

আহত পুলিশ সদস্যরা হলেন ইমরান সর্দার, জাকির হোসেন এবং মিথোয়াইছিং মারমা। আহতদের মধ্যে অটোরিকশার চালকও আছেন। তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জিয়ারুল বলেন, হাইওয়ে পুলিশের পাঁচ সদস্য অটোরিকশায় করে ফরিদপুরে ফায়ারিং অনুশীলনে যাচ্ছিলেন।

“পথে পুকুরিয়া এলাকায় ব্রাদারস ফিলিং স্টেশনের সামনে অটোরিকশাটি উল্টে হতাহতের ঘটনা ঘটে।”

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি খায়রুন আনম জানান, রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল থাকায় অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।