বাগেরহাটে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ২ যুবক গ্রেপ্তার

অনলাইনে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানায় সিআইডি।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 10:59 AM
Updated : 8 June 2023, 10:59 AM

বাগেরহাটের রামপালে ছাত্র এবং তরুণদের নিয়ে অনলাইনে জুয়া খেলা পরিচালনার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি।

বুধবার সন্ধ্যায় উপজেলার চাকশ্রী এলাকায় অভিযান চালানো হয় বলে বাগেরহাট পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী হাসান রন্টু জানান।

গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার বৃচাকশ্রী গ্রামের সৈয়দ সোহাগ হোসেন (২৯) এবং কুমলাই গ্রামের শেখ রিপন উদ্দিন (৩০)।

সিআইডির এএসপি মেহেদী হাসান রন্টু বলেন, অনলাইনে জুয়া খেলা পরিচালনার খবর পেয়ে রামপালের ওই এলাকায় গিয়ে রিপন ও সোহাগকে গ্রেপ্তার করা হয়।

এ সময় অনলাইনে জুয়া খেলার কাজে ব্যবহৃত কম্পিউটার ও মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি বলেন, “অনলাইনে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কী পরিমাণ অর্থের লেনদেন হয়েছে তা তদন্তের স্বার্থে এখন বলা যাবে না।”

এএসপি আরও বলেন, এই চক্রটি ২০১৮ সাল থেকে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছে। তারা উঠতি বয়সী তরুণ ও ছাত্রদের জুয়ায় আসক্ত করছে।

প্রাথমিক তদন্তে অনেক তথ্য পাওয়া গেছে। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এএসপি আরও বলেন, এই ঘটনায় সিআইডির এসআই তুষার দেবনাথ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দুজনের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই সিআইডি কর্মকর্তা।