Published : 16 Jul 2024, 04:35 PM
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।
পুলিশ তাদের মহাসড়ক ছাড়তে বাধ্য করতে না পারলেও পরে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
মঙ্গলবার দুপুরে দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি ও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে তারা৷
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী সোনারগাঁ সরকারি কলেজের সামনে জড়ো হয়।
তারা কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিল করে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমার ভাইয়ের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই‘, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দিতে থাকে। এ সময় মহাসড়ক এলাকা মুখরিত হয়ে ওঠে।
অবরোধের কারণে প্রায় ৩০ মিনিট মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনারগাঁ থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা মহাসড়কে শুয়ে পড়েন। পুলিশ তাদের সরাতে ব্যর্থ হলে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। তখন শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দেয়।
তবে শফিকুল ইসলাম শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। ফোনে যোগাযোগ করা হলে এ ছাত্রলীগ নেতা বলেন, “শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়৷”
সড়ক অবরোধের সময় শিক্ষার্থীরা বলেন, ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। তারা কোটা প্রথার যৌক্তিক সংস্কার চান। তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। হামলার কারণে তারা ভয় পেয়ে পিছু হটবেন না।
সোনারগাঁ থানার পরিদশর্ক (তদন্ত) মো. মোহসীন বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কিছুক্ষণ আন্দোলনের পর শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে পরে যান চলাচল স্বাভাবিক হয়৷
শহরে কয়েকশ শিক্ষার্থীর বিক্ষোভ
এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে৷
মঙ্গলবার সকাল এগারোটায় মিছিল বের করে শিক্ষার্থীরা৷ তারা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা৷
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না৷ পরে জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন৷