বন্ধুদের গোসল দেখতে গিয়ে তৌফিক পা পিছলে পুকুরে পড়ে যান বলে জানান স্বজনরা।
Published : 27 May 2024, 09:25 PM
জয়পুরহাট সদর উপজেলায় পুকুরে বন্ধুদের গোসল দেখতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে পৌর শহরের পাঁচুরচক এলাকায় এ ঘটনাটি ঘটে বলে জানান জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির।
মৃত তৌফিকুর রহমান তৌফিক (২১) চিত্রাপাড়া মহল্লার নিজাম উদ্দিনে ছেলে। তিনি এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
স্বজনদের বরাতে ওসি হুমায়ুন কবির জানান, দুপুরে বৃষ্টির মধ্যে তৌফিকের কয়েকজন বন্ধু পুকুরে গোসল করতে যায়। বন্ধুরা পুকুরে নামলেও তৌফিক পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যান তৌফিক। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান তিনি।
তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তৌফিককে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।