অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে আইএসপিআর।
Published : 24 Jul 2024, 02:18 PM
বান্দরবানের রুমা উপজেলার যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের দুই সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।
বুধবার সকালে আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রুমার সাইকট পাড়া এলাকায় ওই অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় বা ঘটনার বিস্তারিত জানাতে পারেনি বান্দরবান পুলিশ।
সবশেষ ১২ জুলাই বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের সদস্য সন্দেহে গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।