বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত না আসায় শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
Published : 26 Sep 2024, 06:23 PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে ফের অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত না আসায় বৃহস্পতিবার বিকাল ৪টায় ক্যাম্পাসের গোল চত্বরে ফের অবস্থান নেন তারা।
রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার থেকে অনলাইন ও অফলাইনে বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর সংগ্রহ করা হবে জানান অবস্থান কর্মসূচির বক্তারা।
পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তিক বলেন, “নব্বইয়ের পূর্ববর্তী সময়ে ছাত্র রাজনীতির একটা ভাল মোটিভ ছিল। মোটিভটা ছিল এরকম, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রত্যেকটা শিক্ষার্থী যেন রাজনৈতিক সচেতন থাকে। কিন্তু নব্বইয়ের পরবর্তী সময়ে ছাত্র রাজনীতি আসলে একটি লেজুড়বৃত্তিক রাজনীতিতে পরিণত হয়েছে।
“সেখানে আমরা দেখেছি ছাত্র রাজনীতির ভিত্তিতে কিভাবে হলে সিট দেওয়া হয়। যেখানে একজন শিক্ষার্থীকে ১২ সেমিস্টারের মধ্যে তার শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে। কিন্তু সেখানে আমরা দেখেছি ছাত্র রাজনীতির ভিত্তিতে একজন শিক্ষার্থী ক্যাম্পাসে ১০ বছর কাটিয়ে দেয়। আপনি এখানে টেন্ডারবাজি করতে পারবেন। আপনি এখানে লাখ টাকা ইনকাম করতে পারবেন।”
তিনি বলেন, “আমরা দেখেছি কিভাবে শিক্ষকরা বিভিন্ন প্রকার প্যানেলের মাধ্যমে এখানে প্রভাব বিস্তার করেন। আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ভিসিবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন শিক্ষক গ্রুপ কিভাবে স্বৈরাচারকে সাপোর্ট করেছে ক্যাম্পাসের সব শিক্ষার্থীর বিরুদ্ধে গিয়ে। তাই আমরা এখনই চাই, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, কমকর্তা কিংবা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।”
এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন, সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমির হোসেন, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জুনায়েদ, স্থাপত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোনতাসির মাহিন।
এর আগে রোববার ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি করেছিল সাধারণ শিক্ষার্থীরা।