Published : 28 Feb 2025, 03:52 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় জেলের জালে ধরা পরেছে বিপন্ন প্রজাতির ১১ কেজি ওজনের একটি বাঘাইর।
শুক্রবার সকালে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক মাছের আড়তে মাছটি ১১ হাজার ৬৫০ টাকায় কেনা হয় এবং পরে ১২ হাজার টাকায় বিক্রি করা হয় সিংগাইরের এক ক্রেতার কাছে।
জেলেরা জানান, বৃহস্পতিবার রাতে দোহারের ভাগ্যকুল এলাকার শ্রীচরণ নামের একজন জেলে হরিরামপুর উপজেলা এলাকার পদ্মা নদীতে জাল ফেলেন। গভীররাতে ১১ কেজি ওজনের বাঘাইরটি জালে ধরা পরে। পরে শুক্রবার সকালে মাছটি আন্ধারমানিক মাছের আড়তে নিয়ে আসেন তিনি।
আড়তদার সুমন রাজবংশী বলেন, জেলে শ্রীচরণ শুক্রবার আমার খোলায় ১১ কেজি ওজনের বাঘাইরটি নিয়ে যায়। পরে মাছ ব্যবসায়ী পবণ রাজবংশী হাঁকডাকে ১১ হাজার ৬৫০ টাকায় কিনে নেন।
“১১ কেজি ওজনের বাঘারাইরটি সিংগাইরের এক ক্রেতার কাছে ১২ হাজার টাকায় বিক্রি করেছি।” বলছিলেন পবণ রাজবংশী।
সিংগাইর থেকে আসা ক্রেতা মোশারফ হোসেন বলেন, “নিউজে দেখেছি পদ্মানদীতে বড় মাছ ধরা পড়ছে। আজ তাই মাছ কিনতে আসছি। আজ ১২ হাজার টাকায় বাঘারটি কিনে আমি অনেক খুশি। আরেকটি সাড়ে সাত কেজির আইড় কিনেছি।”
এ বিষয়ে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, “বাঘাইড় মাছ ধরা পড়ার তথ্য জানা নেই। তবে বাঘাইর মাছকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বিপন্ন ঘোষণা করা হয়েছে।”