মোটরসাইকেলে আশাশুনি হয়ে বাড়িতে ফিরছিলেন বাপ্পি এবং তার স্ত্রী ও ছেলে।
Published : 20 Oct 2023, 08:46 PM
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে; এ সময় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোদনডা কেরানী মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার।
নিহতরা হলেন- ওই উপজেলার বলাবাড়িয়া গ্রামের তারক সরকারের ছেলে সুব্রত সরকার বাপ্পি (৩০) এবং তার চার বছর বয়সি ছেলে তুর্য সরকার। এ সময় বাপ্পি স্ত্রী শ্যামলী সরকার গুরুতর আহত হন।
ওসি বলেন, বাপ্পি সাতক্ষীরায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সেখান থেকে মোটরসাইকেলে আশাশুনি হয়ে বাড়িতে ফিরছিলেন বাপ্পি এবং তার স্ত্রী ও ছেলে।
এ সময় আশাশুনিগামী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, গুরুতর আহত শ্যামলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাবা-ছেলের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসটি জব্দ করা হয়েছে; এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]