২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
পুলিশ বলছে, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছালে এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে আরিচাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। আর লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন।
পুলিশ জানায়, আটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হয় ছয়জন।
ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।