পুলিশ বলছে, দুর্ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। আর লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
Published : 30 Aug 2024, 05:29 PM
পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রাক ও আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের করমজা ইউনিয়নের ভীটাপাড়া নতুন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে মাধপুর হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানান।
নিহত বাবলু বিশ্বাস (৬০) সাঁথিয়া পৌরসভার দাসপাড়া এলাকার বাসিন্দা। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে সাইকেল-পার্টসের দোকান চালাতেন তিনি।
এ ঘটনায় আহত পাঁচজনকে বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জয়নাল বলেন, “শাহজাদপুর থেকে বেড়ামুখী একটি ট্রাকের সঙ্গে বেড়া থেকে শাহজাদপুরগামী যাত্রীবোঝাই একটি আটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান।”
অটোরিকশা ও ট্রাকটি আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।