পুলিশ বলছে, ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
Published : 24 Nov 2024, 03:27 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার এলাকার সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান।
নিহতরা হলেন-উল্লাপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।
নিহতরা সম্পর্কে মামাত-ফুপাত ভাই বলে জানা গেছে।
ওসি আব্দুর রউফ বলেন, “শরীফুল ও নাইমুর যে মোটরসাইকেলে ছিলেন তার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।দুর্ঘটনার পরপরই বাসসহ চালক পালিয়ে যান।”
নিহতদের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।