পুলিশ জানায়, আটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হয় ছয়জন।
Published : 14 Jun 2024, 01:53 PM
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে আটোরিকশা আরোহী শিশুসহ দুজনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন।
বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার বাগদিয়া গ্রামের মো. মেজবাহউদ্দিন অপুর চার বছরের ছেলে মো. জায়ান এবং একই উপজেলার চরাদী গ্রামের মো. ছালাম হাওলাদারের ছেলে অটোরিকশা চালক সাইদুল ইসলাম (৩০)।
আহতরা হলেন- নিহত জায়ানের মা মাহফুজা বেগম (৩৫), বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান (৪০), বাজিতা গ্রামের মো. শাহীন (২৪) ও বাগদিয়া গ্রামের কাউসার হাওলাদার (২৮)।
তাদের মধ্যে মাহফুজা আক্তারের শরীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি আফজাল হোসেন বলেন, “বাকেরগঞ্জের সেনানিবাস থেকে একটি পিকআপ ভ্যান বরিশালে যাচ্ছিল। পথে বাখরকাঠি এলাকায় পিকআপ ভ্যানটির সঙ্গে বাকেরগঞ্জগামী দুটি অটোরিকশার সংঘর্ষ হয়।
“এ সময় একটি আটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছয় যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।”
নিহত ও আহতদের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বলেন, “বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে।”
নিহত শিশু জায়ানের চাচা তৌহিদুর রহমান বলেন, তার ভাই ঢাকায় থাকেন। ঈদের ছুটিতে পরিবার নিয়ে বাকেরগঞ্জে আসছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা দুটি ঘটনাস্থলে রয়েছে। তবে পিকআপ ভ্যানটি চলে গেছে বলে বাকেরগঞ্জ থানার এসআই মো. নাসির জানান।