সদর উপজেলার সিপাহিপাড়া-মুক্তারপুর সড়কের শান্তিনগরে এ দুর্ঘটনা ঘটে।
Published : 06 Jul 2024, 09:48 PM
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।
শনিবার বিকালে সিপাহিপাড়া-মুক্তারপুর সড়কে উপজেলার শান্তিনগরে এ দুর্ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান।
নিহতরা হলেন- উপজেলার মোল্লাকান্দির আনন্দপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী লিপি আক্তার (৩৫) এবং তার সাত মাসের মেয়ে আনিছা আক্তার।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, লিপি আক্তার তার দুই মেয়েকে নিয়ে সদর হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। চিকিৎসা নিয়ে তারা ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। এ সময় সিমেন্টবাহী ট্রাকটি ইজিবাইককে ধাক্কা দেয়।
এতে লিপি ও তার কোলে থাকা আনিছা ছিটকে ট্রাকের নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আহত হন ইজিবাইকের চালক শাওন (৩৫) এবং লিপি আক্তারের বড় মেয়ে মারিয়া আক্তার (১২)।
ওসি আমিনুল বলেন, ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকের চালক তুহিন মল্লিককে (২৮) আটক করে।
ট্রাক এবং অটোরিকশা থানা হেফাজতে রয়েছে বলে জানায় পুলিশ।