সন্ধ্যার আগ মূহুর্তে পুকুরে গোসল করতে নামে দুই বোন। এ সময় তারা পানিতে ডুবে যায়।
Published : 23 May 2024, 03:41 PM
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার জানান, উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রামে বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দুই বোন হল-ওই গ্রামের হাফেজ মিয়া মেয়ে উম্মে কুলছুম তামান্না (১০) ও খাদিজা আক্তার (৮)।
তাদের মধ্যে তামান্না স্থানীয় পাঁচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এবং খাদিজা একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
এলাকাবাসীর বরাতে পাঁচোড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাজাহান বলেন, বুধবার সন্ধ্যার আগ মূহুর্তে উপজেলার পাঁচোড়া দক্ষিণ কালেম পাড়া মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে দুই বোন। এ সময় তারা পানিতে ডুবে যায়।
“পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর পুকুরে নেমে তাদের উদ্ধার করে। পরে তাদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।“
এ ঘটনায় মৃত দুই বোনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে ওসি আবুল হাসানাত জানান।