তার প্যান্টের ডান পকেট থেকে উদ্ধার করা হয় ১০০ গ্রাম হেরোইন।
Published : 16 Oct 2024, 09:43 PM
হেরোইন রাখার অপরাধে বেনাপোলের এক চিহ্নিত এক মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩ আদালতের বিচারক মো. তসলিম আরিফ এ আদেশ দেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আসাদুজ্জামান জানান।
দণ্ডিত মনিরুজ্জামান সুইট বেনাপোল দীঘিরপাড় গ্রামের কবির হোসেনের ছেলে।
তাকে যাবজ্জীবনের পাশাপাশি বিচারক ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে বলা হয়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশ সাদিপুর চেকপোস্ট এলাকা থেকে সুইটকে আটক করে। এরপর তার প্যান্টের ডান পকেটে থাকা ১শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় এসআই এহসানুল হক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে এসআই সফিকুল ইসলাম সর্দার ২০১৭ সালের ৩০ মার্চ সুইটের বিরুদ্ধে অভিযোপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।
আসামির উপস্থিতিতে রায় ঘোষণার পর বিচারক সুইটকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।