ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম।
Published : 27 Dec 2024, 06:20 PM
গাজীপুরে দিনভর অভিযান চালিয়ে কারখানাসহ অন্তত ১০০টি বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।পাশাপাশি লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
শুক্রবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন পিএসসি জয়দেবপুর জোনাল বিক্রয় অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দিনভর অভিযান চলে।
এতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগরের সালনা ও ছয়দানা হাজীরপুকুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত মোট ১০৫০ মিটার পাইপ এবং ৮০০ মিটার হোস পাইপ জব্দ করা হয়। প্রায় ১০০টি বাড়ির অবৈধ ২৫০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বিভিন্ন উৎসমুখ বব্ধ করে দেওয়া হয়।
এছাড়া সালনা এলাকায় এ্যাপারেল প্রসেসিং নামের ওয়াশিং ফ্যাক্টরিতে থেকে দুটি বুস্টার জব্দ করাসহ সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ওয়াশিং ফ্যাক্টরিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের সঙ্গে তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল অফিসের প্রকৌশলী জাবের নূরানী, হাসান আল ফয়সাল, রাকিব হাসান ও মো. সাবিনুর রহমান, মো. ফেরদৌস হাসান ও মনিশংকর রায়সহ অন্য কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।