বেলা সোয়া ১২টার দিকে কয়েক হাজার লোক মিছিল নিয়ে এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসে।
Published : 04 Aug 2024, 05:39 PM
ভোলায় শহরের বাংলা স্কুল মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মোটরসাইকেলে।
এছাড়া আগুন দেওয়া হয়েছে নতুন বাজার এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ে (ডিসি অফিস) ও পৌরভবনে। রোববার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদফার দাবিতে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওযার সময় ভেতরে অবস্থান করা নেতাকর্মীরা ধাওয়া দেয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে এবং সেখানে আগুন ধরিয়ে দেয়।
পরে মিছিলকারীরা একদফা দাবিতে শহরের বিভিন্ন স্থানে মিছিল করে। এক পর্যায়ে আগুন দেওয়া হয় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে ও পৌরভবনে।
পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে তারা আর কোন প্রতিক্রিয়া দেখান নাই বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন, বেলা সোয়া ১২টার দিকে কয়েক হাজার লোক মিছিল নিয়ে তার কার্যালয়ের সামনে আসে। এ সময় তিনি সেখানেই উপস্থিত ছিলেন। পরে তারা পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল নিয়ে সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে ঢুকে আগুন ধরিয়ে দেয়।
তিনি বলেন, “আগুনে কয়েকটি রুম পুড়ে গেছে। এছাড়া কার্যালয়ের সামনে রাখা কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।”
এদিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করার সময় পাশে থাকা ‘নিউ লাইফ’ ডায়াগনস্টিক সেন্টারেও ভাঙচুর করা হয়েছে।
ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আহাদ চৌধুরী তুহিন বলেন, “আওয়ামী লীগ কার্যালয়ের আবসবাবাপত্র পুড়ে গেছে। অফিসের সামনে মোটরসাইলও আগুন দেওয়া হয়েছে। আর ডায়াগনস্টিক সেন্টারের গ্লাস ও ভেতরের যন্ত্রপাতি ভেঙে ফেলা হয়েছে।”
এ সময় আওয়ামী লীগর কর্মী, পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানান তিনি।