ফেনীতে মাদক মামলায় ২ যুবকের যাবজ্জীবন

ওই আদালতের এপিপি জানান, একই মামলার অপর আসামি খালাস পেয়েছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2023, 12:40 PM
Updated : 26 April 2023, 12:40 PM

ফেনীতে একটি মাদকের মামলায় দুই যুবকের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার রায় দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামের মো. পলাশ (৩০) ও একই উপজেলার ফতেহপুর গ্রামের মো. আজাদ (৪০)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। পরে তাদের পুলিশের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়।

যাবজ্জীবন ছাড়াও দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা; যা না দিলে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া একই মামলায় আরেকটি ধারায় দুই আসামিকে এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার আরও একটি ধারায় ওই যুবকদের পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত একই মামলার অপর আসামি মো. সোহেলকে খালাস দিয়েছে বলে জানিয়েছেন এপিপি দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক।

মামলার নথির বরাত দিয়ে এপিপি জানায়, ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর ফেনীর ফুলগাজী উপজেলার নুরপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, হুইস্কি, গাঁজা ও বিভিন্ন মাদকদ্রব্যসহ মো. পলাশ, মো. আজাদ ও মো. সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ফুলগাজী থানার তখনকার এসআই মো. আশেকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কয়েকটি ধারায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ২০ অক্টোবর ফুলগাজী থানার তখনকার এসআই ইয়াসিন মিয়া তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

ন্যায় বিচার পাননি মন্তব্য করে আসামিদের পক্ষের আইনজীবী মো. সালাহ উদ্দিন মানিক জানান, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।