তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুটি হত্যাকাণ্ডের মামলা রয়েছে।
Published : 23 Sep 2024, 11:32 AM
কুষ্টিয়ার র্যাব সদস্যরা গাজীপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে; যার বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
গাজীপুরের বাসন থানার ভোগড়া বাইপাস মোড় থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান।
গ্রেপ্তার জেড এম সম্রাট (৩৭) কুষ্টিয়া শহরের কমলাপুরের বাসিন্দা আমিরুল ইসলাম বাবলু জোয়ার্দ্দারের ছেলে।
স্কোয়াড্রন লিডার ইলিয়াস বলেন, “সম্রাটের বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র, মাদক, মারামারি এবং টেন্ডার চাঁদাবাজির মামলাসহ বিভিন্ন অভিযোগে প্রায় ডজন খানেক মামলা রয়েছে। সবশেষ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দুটি হত্যাকাণ্ডের অভিযোগে কুষ্টিয়া মডেল থানার এজাহারনামীয় আসামি তিনি। মামলা মাথায় তিনি পলাতক ছিলেন।”
তাকে গ্রেপ্তারের পর আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।