বঙ্গবন্ধুকে ‘কটূক্তি’, মাহমুদুর রহমানকে গ্রেপ্তারে পরোয়ানা গাইবান্ধায়

২০১৭ সালের ডিসেম্বরে গাইবান্ধার আদালতে মামলাটি করেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2022, 03:34 PM
Updated : 26 Sept 2022, 03:34 PM

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির মামলায় গাইবান্ধার একটি আদালত দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। 

সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন। 

বাদীর আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান, ২০১৭ সালে ১১ ডিসেম্বর গাইবান্ধার আমলী আদালতে মাহমুদুর রহমানকে আসামি করে মামলাটি করেন জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন। 

“দীর্ঘদিন আদালতে হাজিরা না দেওয়ায় সোমবার আদালত মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।”  

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১লা ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। 

ওই সময় তিনি আলোচনাকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচার করেছেন।