ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান ওসি।
Published : 10 Feb 2024, 08:41 AM
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর একটি ক্ষেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলার বাঁচামারা গ্রামে মরদেহটি পাওয়া যায় বলে শিবচর থানার ওসি সুব্রত গোলদার।
নিহত কোহিনুর তালুকদার (৬৫) ওই এলাকার বাসিন্দা।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার জানিয়েছেন, গত শনিবার নিখোঁজ হন কোহিনুর। বুধবার সকালে স্থানীয়রা তার মরদেহ ওই এলাকার একটি ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এই বিষয়ে তদন্ত চলছে; ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]